আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরে৷ প্রাণপ্রতিষ্ঠা হবে৷ রামলালার মূর্তিতে৷ এই বিশেষ লগ্নকে স্মরণীয় করে রাখতে দেশবাসীর কাছে 'অকাল দীপাবলি' পালনের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ফলে উৎসবের ছোঁয়া লেগেছে হাওড়ার কুমোরপাড়ায়।
দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আবেদন, ২২ তারিখ সন্ধেবেলায় প্রত্যেক ঘরে জ্বলে উঠুক প্রদীপের আলো। প্রতিটি বাড়িতেই জ্বলুক পঞ্চপ্রদীপ। মোদীর এহেন আবেদনে তুঙ্গে উঠেছে প্রদীপের চাহিদা। দিন রাত এক করে পরিশ্রম করে চলেছেন কুমোররা৷
রাম মন্দিরের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এমন অকাল দীপাবলির আবহ কুমোরদের মুখে হাসি ফুটিয়েছে। প্রচুর চাহিদা প্রদীপের। তার মানেই অনেকখানি রোজগার। তাই পরিশ্রমে খামতি রাখছেন না মৃৎশিল্পীরা।