গত বুধবার রবীন্দ্র সদনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে আন্দোলনকারী অরুণিমা পালকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ইভা থাপার বিরুদ্ধে। এবার সেই ঘটনায় ইভাকে তলব করা হল। একইসঙ্গে বয়ান রেকর্ডের জন্য ডাকা হয়েছে অভিযোগকারী অরুণিমা পালকেও। আগামী সপ্তাহে এই দু জনকেই ডাকা হবে বলে জানা গিয়েছে।
কামড়ের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ডিসি দক্ষিণ (২) বুদ্ধদেব মুখোপাধ্যায় এই বিষয়ে তদন্ত করছেন। ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে প্রশাসন। এদিকে, সাগরদত্ত মেডিকেল কলেজে অভিযোগকারী অরুণিমা পালের হাতে মানুষের কামড়ের ক্ষত প্রমাণিত হয়েছে। মেডিকেল রিপোর্ট বলছে ওটা মানুষের কামড়েরই আঘাত।
প্রসঙ্গত, ২০১৪ সালের টেট উত্তীর্ণরা আগেও আন্দোলন করেছেন সল্টলেকে । কিন্তু, তাঁদের সেখান থেকে তুলে দিয়েছিল পুলিশ । গত বুধবারের আন্দোলনে পুলিশের বিরুদ্ধে অন্য কৌশল নেওয়ার অভিযোগ ওঠে। ওই দিন ধর্মতলা-সহ একাধিক জায়গা চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তালও হয়েছিল। রবীন্দ্রসদনে পুলিশের বিরুদ্ধে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে। কলকাতা পুলিশের মহিলা কনস্টেবল ইভা থাপার বিরুদ্ধে এই অভিযোগ করেন বেলঘরিয়ার বাসিন্দা অরুণিমা পাল।