চিটফান্ড তদন্ত মামলায় তলব করা হল রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে। সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে। যদিও এবিষয়ে মুখ খোলেননি মন্ত্রী নিজে। অ্য়ালকেমিস্ট চিট ফান্ড মামলায় কয়েক কোটি টাকা দুর্নীতি অভিযোগের তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
অরূপ বিশ্বাসকে তলব
দক্ষিণ কলকাতার নেতা হিসেবে পরিচিত অরূপ বিশ্বাস। তাঁকে তলবের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে কবে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে তা জানা যায়নি।
সূত্রের খবর, অরূপ বিশ্বাসকে তলব করা হলেও তিনি কয়েকদিন সময় চেয়েছেন ED-র কাছে। যদিও এবিষয়ে ED-র কী জবাব তা জানা যায়নি।