আবার কি মাঠে ফিরছেন পৌলমী? বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাস ডেকে পাঠান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ফুড ডেলিভারি সংস্থার কর্মীকে(Zomato Girl Poulami)। প্রাক্তন জাতীয় ফুটবলারের এই অবস্থা জেনেই তাঁকে ডেকে পাঠান রাজ্যের ক্রীড়ামন্ত্রী(Aroop Biswas)। খেলা সংক্রান্ত নথিপত্র নিয়ে আসতে বলা হয় তাঁকে(Zomato Girl Poulami Adhikari)। বৃহস্পতিবার সেই সমস্ত নথি নিয়ে ক্রীড়া দফতরে যান এই প্রাক্তন জাতীয় ফুটবলার। তাঁকে আর্থিক সাহায্যের পাশাপাশি কন্যাশ্রী কাপে খেলানোর কথাও ভাবছে রাজ্য সরকার(West Bengal govt. on Poulami Adhikari)।
এদিন পৌলমীর(Zomato Girl Poulami Adhikari) সঙ্গে কথা বলার পর অরূপ জানান, এই প্রাক্তন জাতীয় ফুটবলার আবার যাতে খেলতে পারে তার ব্যবস্থা করবেন তাঁরা। পাশাপাশি, সরকারের তরফেও আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে পৌলমীকে। পৌলমীকে তিনি আবার ফুটবল প্র্যাকটিস(Football Practice) শুরু করতে বলেছেন বলেই খবর।
আরও পড়ুন- Howrah Student Death: হাওড়ার দাশনগরে কিশোরের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের