গিয়েছিলেন পর্বতারোহণের অ্যাডভান্স কোর্স করতে। রবিবার তাঁরই একজন ফিরলেন কলকাতায়, তবে সশরীরে নয়, কফিনবন্দি হয়ে। উত্তরকাশীর তুষারধসে মৃত ১০ জনের মধ্যে তিন জন বাংলার। সোমবার অমিত কুমার সাউ-এর দেহ ফিরল কলকাতা বিমানবন্দরে।
নেহরু মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে অ্যাডভান্স কোর্স সেরে ফেরার পথে নবমীর সকালে উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের মুখেপড়ে মৃত্যু হয় অমিত সাউ, সৌরভ বিশ্বাস এবং সন্দীপ সরকারের। দলের অন্য সদস্য মধুরিমা বন্দ্যোপাধ্যায় বেস ক্যাম্পে সুস্থ রয়েছেন।
সোমবার অমিতের কফিনবন্দি দেহ নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। বাকি দুজনের দেহও রাজ্যে ফেরানোর ব্যাপারে প্রসাশন তৎপর, জানালেন মন্ত্রী।