আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার রাতে তাঁকে নিজের বাসভবন থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে? জেনে নিন আবগারি দুর্নীতি মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য-
২০২১ সালের ১৭ নভেম্বর দিল্লি সরকার নতুন আবগারি নীতি চালু করে। যেখানে একাধিক নিয়ম শিথিল করা হয়েছে। লাইসেন্স ফি কমিয়ে দেওয়া থেকে স্কুল ও হাসপাতালের কাছাকাছি এলাকাতেও সুরা বিক্রির অনুমতি দেওয়া হয়। এর পাশাপাশি মদের হোম ডেলিভারিও চালু করা হয়েছিল দিল্লিতে। এর ফলে আবগারি ক্ষেত্র থেকে সরকারের রাজস্ব আদায় প্রায় ২৭ শতাংশ বেড়ে গিয়েছিল। যদিও ওই অতিরিক্ত টাকা রাজকোষে না ঢুকে হাতিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।
এমনকি, দক্ষিণ ভারতের একটি সংস্থাও এই নীতি পরিবর্তনের জেরে লাভবান হয়েছিল। কয়েকদিন আগে হায়দরাবাদ থেকে কে সি আর কন্যা কে কবিতাকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এবার ওই একই মামলায় গ্রেফাতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।