প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় উত্তেজনা নদিয়ার ভীমপুরে। সেখানকার আসাননগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজিৎ বিশ্বাসকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ। আক্রান্তের অভিযোগ, আর্থিক দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় তিনি আক্রমণের শিকার হয়েছেন। নিজে তৃণমূল কর্মী হয়েও দলেরই ছাত্র সংগঠনের হাতে আক্রান্ত হওয়ার ঘটনায় বিস্মিত প্রধান শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন স্থানীয় হাসপাতালে।
জানা গিয়েছে, ২০২১ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে ভীমপুরে আসেন মনোজিৎ বিশ্বাস। এরপর থেকেই বিভিন্ন ইস্যুতে স্কুল পরিচালন সমিতির সঙ্গে মতবিরোধ তৈরি হয় তাঁর। পরিচালন সমিতির সভাপতি গোপাল ভঞ্জের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন প্রধান শিক্ষক। অন্যদিকে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিচালন সমিতিতে অভিযোগ করেন স্কুলেরই শিক্ষক সমর বিশ্বাস। এরপরই স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক শিক্ষকের পাঠানো মেসেজ ঘিরে সমস্যার সূত্রপাত। শুক্রবার স্কুল খুলতেই প্রধান শিক্ষকের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা।