উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার বিজেপি নেতা ও আসানসোলের প্রাক্তন পুরপ্রধান জিতেন্দ্র তিওয়ারি। শনিবার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কম্বল বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনার অভিযোগেই জিতেন্দ্রকে গ্রেফতার করেছে। বিজেপি কাউন্সিলর স্ত্রী চৈতালিকে নিয়ে আগ্রা যাচ্ছিলেন জিতেন্দ্র।
গত বছরের ডিসেম্বর মাসে আসানসোলের রামকৃষ্ণডাঙায় কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ঠের ঘটনা ঘটেছিল। মারা গিয়েছিলেন বেশ কয়েকজন। সেই ঘটনায় জিতেন্দ্র ও তাঁর স্ত্রী বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই যুমনা এক্সপ্রেসওয়ে থেকে এদিন গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে। এই ঘটনায় চৈতালি সহ আরও তিন জনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
এরআগে আদালতে হাজিরা দিতে জিতেন্দ্র ও চৈতালিকে নোটিস পাঠানো হয়েছিল। কলকাতা হাই কোর্ট থেকে এই ব্যাপারে রক্ষাকবচও পেয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ রক্ষা হল না। কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তাঁদের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। সেই একই আবেদন নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন জিতেন। শুক্রবার তাঁর আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তার মাঝেই গ্রেফতার হলেন আসানসোলের ওই বিজেপি নেতা।