আসানসোল (Asansol) পুরভোটে ১৫ নম্বর ওয়ার্ডে অশান্তি। বিজেপি প্রার্থী (BJP Candidate) আদর্শ শর্মাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের নেতৃত্ব।
বিজেপি প্রার্থী আদর্শ শর্মা বলেন, "শ্যাম সোরেন দাঁড়িয়ে সমস্ত ছেলে নিয়ে এসে বুথ দখল করেছে। আমার স্কুটি নিয়ে নিয়েছে। আমার মোবাইল, আমার ভাইয়ের মোবাইল চুরি করেছে। আমার মাথা ফাটিয়ে দিয়েছে। লাল-বাংলা বুথে গুন্ডা ভরে আছে। মৌরীপাড়া, লালবাংলা, পলাশডিহা- সমস্ত বুথ দখল করেছে। এমনি জিততে পারত না। রিগিং করে হারাচ্ছে। লালবাংলা বুথে ১০০ জন ঢুকে আছে।"
আরও পড়ুন: আসানসোলে জিতেন্দ্র তিওয়ারিকে গো-ব্য়াক স্লোগান, কমিশনের নোটিস বিজেপি নেতাকে
আসানসোল পুরভোটে ১৫ নম্বর ওয়ার্ডের বুথ দখলের কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে যদিও কোনও তৃণমূলের কোনও নেতা মন্তব্য করাননি।