আসানসোল পুরনির্বাচনে (Asansol Election 2022) অশান্তি। ভোট লুঠ আটকাতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত হওয়ার অভিযোগ সিপিআইএমের (CPIM)। রানিগঞ্জে ৩৪ নম্বর ওয়ার্ডের সুরমাপাড়ার বুথে আক্রান্ত হয়েছেন সিপিআইএম প্রার্থী সঞ্জয় প্রামাণিক ও কর্মী অলোক মিশ্র। ৮৭ নম্বর ওয়ার্ডে দামড়া বিধান স্মৃতি শিক্ষা নিকেতন বুথে মাথা ফাটল ভোটারের। স্থানীয় বাসিন্দা মিঠুন হাজরা মাথায় পড়ল আটটি সেলাই।
পুরনির্বাচনের দিন সকাল থেকেই দফায় দফায় অশান্ত হয় আসানসোলের বিভিন্ন এলাকা। ভোট লুঠ ও সন্ত্রাসের অভিযোগে কাজোড়ার জাতীয় সড়ক অবরোধ করেন সিপিআইএম কর্মী-সমর্থররা। দুর্গাপুর-ফরিদপুর থানার সামনেও জাতীয় সড়কে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। সাময়িক বন্ধ হয় যান চলাচল।
আরও পড়ুন: ভোট দিতে এসে দেখা, সব্যসাচী দত্তের সঙ্গে কোলাকুলি জয়প্রকাশ মজুমদারের
আসানসোল পুরনির্বাচনের বিভিন্ন বুথে শাসকদলের বিরুদ্ধে বারবার অভিযোগ তোলেন বিরোধীরা। যদিও বিরোধীদের অভিযোগ কার্যত অস্বীকার করেছেন তৃণমূল।