কলকাতায় কখন আসছেন অনুব্রত মণ্ডল? আসানসোল জেল কর্তৃপক্ষর কাছে এই প্রশ্ন নিয়ে শনিবার রবিবার তিনটি চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শেষমেশ জেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, অনুব্রতের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না পুলিশ। চাইলে ইডি সেই দায়িত্ব নিতে পারে।
শনিবারই কলকাতা হাই কোর্টে বিচারপতি বিবেক চৌধুরী নির্দেশ দেন ইডি চাইলে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে। তবে তার আগে কলকাতায় কোনও কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রতের শারীরিক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সব রিপোর্ট যাবে দিল্লির আদালতে।
জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, তাঁরা পুলিশকে বিষয়টি জানিয়ে দিয়েছেন। তারা যে কোনও সময় অনুব্রতকে নিয়ে যাবেন। পরে অবশ্য জেল কর্তৃপক্ষ জানিয়ে দেন, অনুব্রতের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না পুলিশ। চাইলে ইডি সেই দায়িত্ব নিতে পারে।