কম্বল-কাণ্ডে ফের জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রীর বাড়িতে আসানসোল উত্তর থানার পুলিশ (Asansol Police) আধিকারিকরা । কিন্তু, আজও দেখা মিলল না তাঁর । কম্বলকাণ্ডে ৩ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিতেন-জায়া চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে যায় পুলিশ । কিন্তু, দ্বিতীয়বারও খালি হাতে ফিরতে হল পুলিশকে । বৃহস্পতিবারও তালা ঝুলতে দেখা গেল জিতেনের বাড়িতে । কিন্তু জিতেনের ফ্ল্যাটে বৃহস্পতিবারও তালা ঝুলতে দেখা গিয়েছে । বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তাঁরা ফিরে যান ।
আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় পুরনিগমের ৩ বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি, গৌরব গুপ্ত এবং অমিত তুলসিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ২০ ডিসেম্বর পুলিশ জিতেনের বাড়িতে গেলে দেখা পাওয়া যায়নি তাঁদের। তখন নোটিসও দিয়ে আসে পুলিশ। নোটিসে পুলিশ জানিয়েছিল, বৃহস্পতিবার আবার তাঁরা চৈতালীকে জিজ্ঞাসাবাদ করতে আসবেন । সেই অনুযায়ী, আজ পুলিশের একটি দল সেখানে যায় । কিন্তু জিতেন বা চৈতালির দেখা পাওয়া যায়নি । উল্লেখ্য, ওই মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছেন জিতেন। ঘটনাচক্রে, বৃহস্পতিবারই সেই আবেদনের শুনানি রয়েছে।