ভোট আবহে শুট আউট। সোমবার গুলি চলল আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, এক মাইক্রো ফিনান্স সংস্থার অফিসে ঢুকে সংস্থার মালিকের উপরে গুলি চালান হয়।
শুট আউটের ঘটনায় মৃত্যু হয়েছে উমাশঙ্কর চৌহান নামে ৩৫ বছরের ওই ব্যক্তির। এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন - কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা, আপাতত গরম থেকে রেহাই নেই!
জানা গিয়েছে, রবিবারই চেন্নাই থেকে আসানসোলে ফেরেন উমাশঙ্কর। সোমবার সকালে অফিসে কাজ করছিলেন। আচমকাই বেলা পৌনে বারোটা নাগাদ মুখে গামছা ঢেকে এক ব্যক্তি অফিসে ঢুকে গুলি চালায়।