সচেতনতার অভাবে ঠিক সময়ে ক্যানসারের পরীক্ষা না করানোর ঘটনা আকছার ঘটছে। এ রাজ্যে এবার বাড়িতে গিয়ে স্তন পরীক্ষা (Breast Cancer) করবেন আশাকর্মীরা (Asha Workers)। সামান্য লক্ষণ বুঝলেই জেলার স্বাস্থ্য সুরক্ষা ক্লিনিকে নেওয়া হবে রোগীকে। তারপর রোগী যাবে রোগী যাবে মহকুমা কিংবা সদর হাসপাতালে।
সাধারণত স্তন ক্যানসার রোখার সবচেয়ে ভালো উপায় সঠিক সময়ে ব্রেস্ট একজামিনেশন করা। স্তনের ক্যানসারের প্রাথমিক স্তরে নানা পরিবর্তন আসে, যা মহিলাদের চোখ এড়িয়ে যায়, এবার সে-ই সবই বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত পরীক্ষা করবেন আশাকর্মীরা। তাঁদের এই পরীক্ষার কাজে পারদর্শী করতে ‘ক্লিনিকাল ব্রেস্ট এগজামিনেশন’ (Clinical breast examination) শেখানো শুরু হল বৃহস্পতিবার।
মেদ ঝরালেই বাড়ে মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা? কী বলছে গবেষণা?
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী জানিয়েছেন, শুধু স্তন ক্যানসার নয়, ডায়াবিটিস, উচ্চরক্তচাপ, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা নিয়েও খেয়াল রাখবেন আশাকর্মীরা, তাঁদের হাতে থাকবে স্কোরশিট। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা অসুখের ‘রিস্ক ফ্যাক্টর’গুলো যাচাই করবেন।