পেট্রল পাম্পের কাছে উদ্ধার হল ASI পুলিশকর্মীর মৃতদেহ (Police Death)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour)। মঙ্গলবার ডায়মন্ড হারবারের বাটা পেট্রল পাম্পের সামনে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পরিবারের অভিযোগ, তাঁর মৃত্যু স্বাভাবিক নয়। কীভাবে সমীরের মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
হাওড়ার (Howrah) শিবপুরের বাসিন্দা সমীর দাস। কাজের সূত্রে ডায়মন্ড হারবারে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ডায়মন্ড হারবারের সরিষায় ডিউটি করছিলেন তিনি। সেখান থেকে ফেরার কথা ছিল তাঁর। এরপর মঙ্গলবার সকালে বাটা পেট্রল পাম্পে তাঁর দেহ উদ্ধার হয়। ডায়মন্ড হারবারের অতিরিক্তি পুলিশ সুপার নীতিশ ঢালি ঘটনাস্থল ঘুরে দেখেন। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরে সমীরের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মালদহে জমি বিবাদ থামাতে গিয়ে বিতর্কে এসআই, ‘ক্লোজড’ সমীর সাহা
যে স্থানে পুলিশকর্মী সমীর দাসের দেহ পাওয়া গিয়েছে, কাছাকাছি থাকা সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সমীরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।