সুদান গৃহযুদ্ধের মধ্যেই কার্যত প্রাণ হাতে করে বাড়ি ফিরলেন বাংলার ছেলে সুরজিৎ দে। ঘরের ছেলে ঘরে ফেরায় চিন্তামুক্ত হয়েছেন তাঁর বাবা স্বপন দে। ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুরজিতের মাও। বাড়ি ফিরে সুদানে উপস্থিত ভারতীয় সেনাকে ধন্যবাদ জানান তিনি।
অশোকনগর কল্যাণগড়ের বাসিন্দা সুরজিৎ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মার্চ মাসেই কাজের সূত্রে সুদান যান সুরজিৎ। জানা গিয়েছে, সুদান গৃহযুদ্ধে রাজধানীর এক হোটেলেই সহকর্মীদের সঙ্গেই আটকে পড়েন তিনি। তারপর থেকে শুধুই গোলাগুলি-মিসাইলের শব্দে ঘুম ছুটেছিল তাঁদের। এমনকি, তাঁদের হোটেলের ১০০ মিটারের মধ্যেই মিসাইল হানায় গুঁড়িয়ে যায় একাধিক বিল্ডিং। এই আতঙ্ক মাথায় নিয়েই এপ্রিলের ২৪ তারিখ ১০ লক্ষ টাকা ব্যয়ে তিনি সহ আরও ৪৯ জন ভারতীয় পোর্ট সুদানে এসে পৌঁছান। এরপর ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে ২৬ তারিখ দিল্লি ফেরেন সুরজিৎ সহ বাকিরা।
সুরজিতের বাবা জানান, গৃহযুদ্ধ শুরুর পর থেকেই ছেলের সঙ্গে তাঁদের আর যোগাযোগ ছিল না। চরম দুশ্চিন্তায় তাঁরা দিন কাটাতে বাধ্য হন। অবশেষে ঘরের ছেলে ঘরে ফেরায় চিন্তামুক্ত বাবা ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় বায়ুসেনাকে।