ভয়াবহ বন্যা পরিস্থিতি অসমে। প্রবল বৃষ্টির জেরে নতুন করে আরও কয়েকটি এলাকা জলমগ্ন । বন্যার জেরে বিপর্যন্ত জনজীবন। জমির ফসলও নষ্ট হয়েছে। জানা গিয়েছে, ১০৮ টি গ্রামের প্রায় ৪৫ হাজার বাসিন্দা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার পেরিয়ে গেছে।
প্রবল বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদীর জল বেড়েছে। অসম বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রায় ১০ জেলায় ১ লাখ ১৯ হাজার ৮০০ জন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারমধ্যে সবথেকে খারাপ অবস্থা বাকসা, বরাপেটা, দারাং, ধেমাজি, শোনিতপুর, নলবাড়ি, এবং লখিমপুরের।
এদিকে অসমের পাহাড়ি অঞ্চলে আরও বৃষ্টি হলে সমতলেও জল বাড়বে বলে মনে করা হচ্ছে। পূর্বাভাষ অনুযায়ী আগামী কয়েকদিনে আরও বৃষ্টি হবে অসমজুড়ে।
এদিকে আশ্রয়হীন মানুষদের জন্য বিভিন্ন অঞ্চলে ত্রাণশিবির খোলা হয়েছে। খাবার সহ স্বাস্থ্য পরিষেবাও সেখান থেকে দেওয়া হচ্ছে বলে অসম সরকারের তরফে জানানো হয়েছে।