বাসের কেবিনের কোনও অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না! অন্যদিকে, বাসের ডান দিকের অংশও ভেঙে পুরো চুরমার হয়ে গিয়েছে। বাস থেকে খুলে গিয়ে রাস্তায় পড়ে রয়েছে ডান দিকের অংশটি। আর ছেড়ে যাওয়া বাসের অংশের উপরে পড়ে কাতরাচ্ছেন অজস্র যাত্রী। ভয়াবহ পথ দুর্ঘটনার পর এমন দৃশ্যই দেখা গেল আমতা রানিহাটি রোডের ধূলোর বাঁধ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা নাগাদ সল্টলেকের করুণাময়ী থেকে হাওড়ার আমতার দিকে আসছিল একটি বেসরকারি বাস। ভিড়ে ঠাসা যাত্রী নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে চলা বাসটির সামনের একটি টায়ার ফেটে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে একটি চলন্ত লরিকে। সংঘর্ষে বাস এবং লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার জেরে হাওড়া আমতা রোডে যান চলাচল বেশ কিছু ক্ষণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতা থানার পুলিশ-সহ গ্রামীণ পুলিশের পদস্থ আধিকারিকরা। তবে তার আগেই উদ্ধার কাজ শুরু করে এলকার মানুষজন। প্রত্যক্ষদর্শীরা জানান, খুব দ্রুত গতিতে আসছিল বাসটি। দু’টি গাড়িকে ওভারটেক করার পর বাসটির টায়ার ফেটে যায়।