পূর্ব মেদিনীপুরের এগরার রেশ কাটার আগেই ফের রাজ্যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। এবার বিস্ফোরণ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। রবিবার সন্ধ্যায় এই ঘটনায় কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, একটি দোতলা বাড়িতে এই বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশের বাহিনী। চলছে উদ্ধারের কাজ। মূলত স্থানীয়রাই প্রথম উদ্ধারে এগিয়ে আসেন।
এগারার পর মহেশতলাতেও মৃতদের মধ্যে রয়েছে মহিলারা। এখনও পর্যন্ত যা খবর তাতে দুই মহিলার মৃত্যুর খবর মিলেছে। তাঁদের নাম জয়শ্রী ঘাটি এবং পম্পা ঘাটি। এরমধ্যে পম্পার বয়স ১০ বছর। এদিন সন্ধ্যায় স্থানীয় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের এই বাড়িতে বিক্ষোরণ হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারে কাজ করছে দমকল।
গত সপ্তাহে বিক্ষোরণের শব্দে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরা। উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এই ঘটনায় মারা গিয়েছেন মূল অভিযুক্ত ভানু বাগ। ৭০ শতাংশ পোড়া অবস্থায় ওড়িশার কটকে পালিয়েছিলেন তিনি। তাতেও শেষ রক্ষা হয়নি। এগারার ঘটনায় ভানুর ছেলে এবং ভাইপোকে গ্রেফতার করা হয়েছে। বদলি করা হয়েছে এগরার আইসিকেও।