১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যে চলবে 'দুয়ারে সরকার' শিবির। আর এবার তাতে প্রায় ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগ করতে চায় সরকার। ফলে এপ্রিল জুড়ে রাজ্যের বিভিন্ন স্কুলে ক্লাস না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে কলকাতা পুরসভার ৭৪২ জন নামের তালিকা তৈরি হয়েছে, যার মধ্যে ৩৩০ জনই শিক্ষক-শিক্ষিকা।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার অন্তর্গত স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক মোট ৬০৫ জন। এছাড়া অস্থায়ী শিক্ষক ১৩০ জন এবং প্যারা টিচার ৭৮ জন। সেক্ষেত্রে ৩৩০ জন শিক্ষক-শিক্ষিকাকে 'দুয়ারে সরকার' কর্মসূচিতে যুক্ত করলে স্কুলগুলিতে কীভাবে ক্লাস হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন- Mamata Banerjee: ‘নতুন ভারতে তলানিতে গণতন্ত্র', রাহুলকাণ্ডে টুইট মমতার, মোদীকে আক্রমণ ডেরেকের
তবে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদের দাবি, ২০ দিনের জন্য এই ৩৩০ জন শিক্ষকদের নেওয়া হবে। এতে স্কুল পড়ুয়াদের খুব একটা সমস্যা হবে না বলেও দাবি তাঁর। তিনি জানান, যে সব স্কুলে পড়ুয়াদের সংখ্যা কম, সে সব স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরই এই কাজে নেওয়া হবে। সেই অনুযায়ী তালিকা বানানো হয়েছে।