ফের বিপুল টাকা উদ্ধারে শোরগোল রাজ্যে। টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এবার খড়দহ(Money recovered in Khardah)। সেখান থেকে প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা(Barrackpore Police Commissionarate)। শুক্রবার খড়দহের এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে এই বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত করেন পুলিশকর্তারা।
পুলিশ সূত্রে খবর, খড়দহের(Money recovered in Khardah) নাথুপাল ঘাট রোড এলাকায় বৃহস্পতিবার এক অধ্যাপকের বাড়িতে তল্লাশি শুরু হয়। ওই অধ্যাপককে জিজ্ঞাসাবাদ করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটর গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খড়দহ থানার পুলিশ(Khardah Police Station)।
বৃহস্পতিবার রাত থেকে খড়দহের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। শুক্রবার গোপন খবরের ভিত্তিতে খড়দহের(Money recovered in Khardah) একটি ফ্ল্যাটে হানা দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা। উদ্ধার হয় প্রায় ৩২ লক্ষ টাকা।
আরও পড়ুন- Vande Bharat Express: প্রথম সপ্তাহেই লেট বন্দে ভারত এক্সপ্রেস, ক্ষোভ যাত্রীদের একাংশের
গোয়েন্দাদের তরফে আরও খবর, অমিতাভ দাস(Professor Amitabha Das) একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের সঙ্গে জড়িত। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দিতেন তিনি। কেউ যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে তবে তার ভুয়ো সার্টিফিকেট বের করে দেওয়ার জন্যও মোটা টাকা(Money recovered in Khardah) নেওয়া হত। তদন্তকারীদের অনুমান, এক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসাবে ওই টাকা নেওয়া হয়ে থাকতে পারে।