বয়স পেরিয়েছে ১০০ । কিন্তু মনের জোরে তিনি এখনও 'যুবক'। তাই, শরীর সঙ্গ না দিলেও, ভোট দেওয়ার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে চান না কাঁকসার মলানদিঘির সরস্বতীগঞ্জের বাসিন্দা হারাধন সাহা । অকপটে নিজের পছন্দের কথাও জানিয়েছেন তিনি । অশক্ত শরীরেই 'ঘরের মেয়ে' মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিতে যাবেন বলে জানিয়ে দিয়েছেন হারাধন বাবু ।
ভোটার কার্ড অনুযায়ী, হারাধন বাবুর বয়স ১০৪ । কিন্তু, পরিবার সূত্রে জানা গিয়েছে, ১১২ । যদিও তাঁর বয়স এখন হিসেব রাখেন না পরিবারের সদস্যরা । ১০০ পেরিয়েও তিনি আজ পাড়া-প্রতিবেশীদের কাছে 'ছোঁড়া'। এখনও ভোরে নিয়ম করে ওঠেন । লাঠি হাতে বেরিয়ে পড়েন পাড়ায়। সকলের খোঁজখবর নেন । কিন্তু, এখন কিছুদিন বিছানায় শয্যাশায়ী হারাধন বাবু । ঠান্ডা লেগেছে । তাহলে কীভাবে ভোট দেবেন তিনি ? হারাধন সাহা জানান, যতদিন বেঁচে থাকবেন, ভোট দিয়ে যাবেন । এটা তাঁর অধিকার। এখন ঠান্ডা গরম লেগে শরীরটা একটু বেগ দিচ্ছে বলে জানিয়েছেন তিনি । তবে দুই একদিনেই সুস্থ হয়ে পঞ্চায়েতে ভোট দিতে বুথে হেঁটেই যাবেন বলে আশা রাখছেন হারাধন সাহা।