ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়ন অতীন ঘোষ। সোমবার শহরের একাধিক এলাকা পরিদর্শন করেন তিনি।
যাদবপুরের কৃষ্ণা গ্লাস ফ্যাক্টারি এলাকার পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন অতীন । এদিকে কারখানার ভিতরে দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় জমেছে জল। তৈরি হয়েছে আবর্জনার স্তূপ। ফলে ডেঙ্গি মশার জন্ম হচ্ছে সেখানে। অতীন ঘোষের উপস্থিতিতেই সেখানে ড্রোনের মাধ্যমে মশা মারার স্প্রে করা হয়। এরপর বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের পরিস্থিতি দেখেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একাধিক এলাকা অপরিচ্ছন্ন ছিল সেখানে। ডেপুটি মেয়র জানিয়েছেন, হাসপাতালের সুপারের বিরুদ্ধে স্বাস্থ্যভবনে অভিযোগ জানাবেন তিনি।
Read More- টাকা নিয়ে রোগী ভর্তির অভিযোগ, SSKM হাসপাতাল থেকে গ্রেফতার ৩ দালাল
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তিত নবান্ন। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে ছিলেন সব জেলার জেলাশাসকরা, স্বাস্থ দফতরের আধিকারিকরা।