ঘূর্ণিঝড় মোকার ২৪ ঘণ্টা পর রাজ্যের একাধিক জেলায় ঝড়ের প্রভাবে প্রাণ হারালেন ৩ জন। সবচেয়ে বেশি প্রভাব হাওড়া ও পূর্ব মেদিনীপুরে। এই দুই জেলায় প্রাণহানির খবর এসেছে। ঝড়ের দাপটে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওভারহেডের তার ছিঁড়ে হিন্দমোটর-কোন্ননগর স্টেশনের মাঝে বিদ্যুৎ চলে যায়। হাওড়ার আপ লাইনে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে খবর, ঝড়ে প্রাণ হারিয়েছেন পূর্ব মেদিনীপুরের পাশকুঁড়া থানার এক বৃদ্ধ। রাস্তার বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। হাওড়ার উলুবেড়িয়ায় টালির চাল ভেঙে মৃত্যু হয়েছে আরও এক বৃদ্ধের। হাওড়ার বাগনানে গাছ চাপা পড়ে ১ মহিলার মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলের ঝড়বৃষ্টিতে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ফুলচাষের খুবই ক্ষতি হয়। শহর কলকাতার একাধিক রাস্তায় গাছের ডাল ভেঙে পড়ে। ময়দান, পার্ক স্ট্রিট, সাদার্ন অ্যাভিনিউ, চাঁদনি চক একাধিক বড় রাস্তায় গাছের ডাল পড়ে যান চলাচল ব্যাহত হয়।