ধর্ষণ আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ঘোলার তরুণী। ঘটনার পাঁচদিন পর মঙ্গলবার আরজি কর হাসপাতালে লড়াই থেমে গেল ওই নির্যাতিতার। ধর্ষণে বাধা পেয়ে দুষ্কৃতীরা তরুণীর গলার নলি কেটে দেয়। এরপর পাঁচদিন যমে-মানুষে টানাটানির পর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তবে এখনও হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ পরিবারের। এমনকি, অভিযোগ থাকা সত্ত্বেও দুই দুষ্কৃতী এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।
গত শুক্রবার এলাকার এক বাঁশ বাগানে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে তিন দুষ্কৃতী। বাধা দিলে তরুণীর গলা লক্ষ্য করে ধারালো অস্ত্র চালায় এক দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। মঙ্গলবার ভোররাতেই মৃত্যু হয় ওই নির্যাতিতার।
আরও পড়ুন- TET Agitation: 'মরে যাব, তবুও আর আন্দোলন ছাড়ব না', মঙ্গলবার থেকে আমরণ অনশনে টেট চাকরিপ্রার্থীরা
ঘটনার পরেই ঘোলা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। আপাতত একজনকে আটক করা হয়েছে। তবে এখনও অধরা দুই দুষ্কৃতী।