মাধ্যমিকের ঘটনার পুনরাবৃত্তি উচ্চমাধ্যমিক শুরুর দিনেও। আঁটসাঁট নিরাপত্তায় প্রথম থেকেই সংসদের টুকলি নিয়ে কড়া নির্দেশিকা ছিল। তবুও, ফোন-স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতেই বিপত্তি। দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রশ্ন ভাইরাল করার অভিযোগ উঠতেই, তাঁদের পরীক্ষা সাসপেন্ড করা হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। হাতেনাতে ধরা পড়ায় তাঁদের পরীক্ষা বাতিল করা হয় বলে খবর।
Weather Update: রাতে বৃষ্টি, কিন্তু ঠান্ডার নামমাত্র নেই, বসন্ত জাগ্রত দ্বারে
ছবি তুলে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে, উত্তর জোগাড় করে টুকলি করার চেষ্টা চলছিল বলে উঠছে অভিযোগ। মাধ্যমিকের সময়েও এই একই ঘটনা ঘটেছিল। শিক্ষামন্ত্রী, ব্রাত্য বসু এই বিষয়ে জানিয়েছিলেন ‘একটি চক্র চলছে পরীক্ষা নিয়ে।’
এর আগে মাধ্যমিক পরীক্ষার সময়, একটি চক্রের খোঁজ পাওয়া গিয়েছিল। সেখানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্ৰুপের মাধ্যমে চলছিল টুকলি, প্রশ্ন পত্রের ছবি পেতেই, গ্ৰুপের সমস্ত সদস্যদের জানিয়ে দেওয়া হচ্ছিল উত্তর। এবার হাতে নাতে ধরা পড়তেই পরীক্ষা বাতিল হল দুই পড়ুয়ার।