ফের ধর্ষনের অভিযোগ শহর কলকাতায়। হরিদেবপুরে এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই।পুলিশ জানিয়েছে গত কালীপুজোর রাতে মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই স্থানীয় এক পার্লারের মহিলা ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ মহিলার পার্লারেই কাজ করতে ওই নাবালিকা। তাকে 'কাকিমা' বলেই ডাকত। সেই কাকিমাই গত কালী পুজোর রাতে নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ নাবালিকার রাতের খাবারে মাদক মিশিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরেই শুক্রবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। তার ভিত্তিতেই অভিযুক্ত যুবক ও তার মাকে গ্রেফতার করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে ধৃতরা।
পুলিশে দায়ের করা অভিযোগে ওই নাবালিকা জানায়, গত ২৪ নভেম্বর অর্থাৎ কালীপুজোর রাতে সহকর্মী কাকিমার বাড়িতে গিয়েছিল সে। সেখানেই কাকিমার ১৮ বছরের ছেলে বার কয়েক তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এই ধাক্কা সামলে উঠতে নাবালিকার বেশ কয়েকদিন সময় লাগে৷ পরিবারেও প্রথমে ঘটনাটি জানাতে পারেনি নাবালিকা। পরে পরিবার ঘটনাটি জানতেই অভিযোগ দায়ের করে। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। যদিও ধৃত মা এবং ছেলের দাবি তাদের ফাঁসানো হয়েছে।