ফের ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘা নন্দকুমার জাতীয় সড়কে (Road accident in Nandakumar)। অটোতে এসে মুখোমুখি ধাক্কা মারল লরি (Head on collision between auto and truck)। অটোচালকসহ মৃত্যু হল ৪ জন শ্রমিকের। আহত ৬ জন। মৃত শ্রমিকদের মধ্যে ২ জন মহিলা। দীঘা নন্দকুমার সড়কের মারিশদা থানা এলাকার দুরমুটে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা (Road accident in Nandakumar)।
আরও পড়ুন: কলকাতায় মার্চ মাসেই ৪০-৪৫ ডিগ্রি হবে তাপমাত্রা? কী বলছে আবহাওয়া দফতর?
শুক্রবার সকাল সওয়া সাতটা নাগাদ মারিশদা দইসাই তেলিপুকুরের মধ্যস্থলে ১১৬-র বি জাতীয় সড়কে এই দুর্ঘটনা (Road accident in Nandakumar) ঘটে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
কাঁথি থেকে মেচেদাগামী লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয় (Head on collision between auto and truck)। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি চালক পলাতক।