হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলের রহস্যমূত্যুর ঘটনার গ্রেফতার বান্ধবী। পাশাপাশি ওই বান্ধবীর মা ও ভাইকেও গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়।
দশমীর রাতে বান্ধবীর সঙ্গে দেখা করতে যান অয়ন মণ্ডল। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। মগরাহাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অয়নের পরিবার, বন্ধু ও স্থানীয় বাসিন্দারা। পুলিশি গাফিলতির অভিযোগে থানায় বিক্ষোভ দেখায়। অয়নের বান্ধবীর বাড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
আরও পড়ুন: হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলের রহস্যমৃত্যুতে ধুন্ধুমার, অভিযুক্ত বান্ধবীর বাড়িতে ভাঙচুর
পুলিশ কর্তা জানান, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। এখনই সবটা বলতে পারব না। ৬ অক্টোবর ভোর রাতে ঘটনাটি হয়েছে। আরও তাদের অভিযোগ থাকবে। তাদের অভিযোগের উপর ভিত্তি করে যেটা করার করব। বাবার এখনও পর্যন্ত কিছু পাইনি। কিন্তু মা, মেয়ে ও ভাইকে গ্রেফতার করা হয়েছে।"