নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই অয়ন শীলের নামে নতুন অভিযোগ পাচ্ছে ইডি। টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার পর যোগ্যদের থেকেও টাকা নেওয়ার অভিযগে বিদ্ধ কুন্তল-ঘনিষ্ঠ এই প্রোমোটার। এমনকি, টাকা না পেয়ে বৈথ প্রার্থীকে চাকরি থেকে বরখাস্তের অভিযোগ উঠল অয়ন শীলের বিরুদ্ধে।
অভিযোগ, চুঁচুড়ার এক বাসিন্দা যোগ্য হিসেবে ২০১৯ সালে টিটাগড় পুরসভায় চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে যোগ দেন। কিন্তু অয়নকে টাকা না দেওয়ায় তাঁকে সেই চাকরিকরতে দেওয়া হয়নি। জাতীয় স্তরের যোগাসন চ্যাম্পিয়ন, ভাল অ্যাথলিট বলে পরিচিত ওই মহিলা স্পোর্টস কোটায় ওই চাকরির পান। লিখিত পরীক্ষা-ইন্টারভিউয়ের পর তাঁকে জয়েনিং লেটার দেওয়া হয়। তাঁর অভিযোগ, এক পুলিশকর্মী মারফত তাঁকে ডেকে পাঠান অয়ন। কিন্তু অয়নের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়নি। এরপরই তাঁকে চাকরি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। চাকরির তালিকা রাতারাতি বদলে ফেলে অযোগ্যদের নাম ঢোকানো হয়েছে বলেও অভিযোগ ওই চাকরিপ্রার্থীর।
ইডির দাবি, অয়নের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড টিটাগড়-পানিহাটি সহ একাধিক পুরসভায় নিয়োগ পরীক্ষার দায়িত্বে ছিল। আর সেখানেই অয়নের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ করেছে ইডি।