রাজ্যে নিয়োগ দুর্নীতির পরতে পরতে রহস্য। গ্রুপ-ডি, গ্রুপ-সির পর এবার প্রাথমিক শিক্ষক নিয়োগেও অয়ন-যোগ। ইডি সূত্রে খবর, অয়ন শীলকে টাকা দিলে প্রাথমিক শিক্ষকের চাকরি মিলত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অন্তত ১০ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত অয়ন শীল। চাকরি প্রাপকদের বেশিরভাগই আবার হুগলি জেলার বাসিন্দা বলে খবর। নিয়মের তোয়াক্কা না করেই কেবল টাকার বিনিময়ে তাঁদের চাকরি হয়ে যায় বলেও জানতে পেরেছে ইডি।
শুধু অযোগ্য নয়, যোগ্যদের থেকেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কুন্তল-ঘনিষ্ঠ এই প্রোমোটারের বিরুদ্ধে। এমনকি, টাকা না পেয়ে বৈধ প্রার্থীকে চাকরি থেকে বরখাস্তের অভিযোগেও বিদ্ধ অয়ন শীল।
আরও পড়ুন- IPL 2023 KKR Team : আইপিএলে কলকাতায় শাকিবের বদলি ? ইংরেজ ব্যাটারকে নিল কেকেআর