রবিবার সকালে ৩৭ ঘণ্টা তল্লাশি চালানোর পর অয়ন শীলকে গ্রেফতার করে ইডি। অয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্তত ৫০ কোটি টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। ইডি সূত্রে আরও দাবি, রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ ছিল শান্তনু ঘনিষ্ঠ অয়নের। জানা গিয়েছে পার্থ এবং অয়নের মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন কুন্তল ঘোষ।কেন্দ্রীয় সংস্থার আরও দাবি, নিয়োগ সংক্রান্ত দুর্নীতির টাকা অয়নের হাত ঘুরেই পার্থর কাছে পৌঁছোত।
রবিবার নগরদায়রা আদালতে তোলা হয় অয়নকে। তখনই আদালতে বেশ কিছু নথি দেখিয়েছে ইডি, যা থেকে স্পষ্ট অয়ন-পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র ছিল। শান্তনুর চ্যাট ঘেঁটেই এই তথ্য উদ্ধার করেছে ইডি।