আর কয়েক দিন পরেই রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা নিয়েই এখন প্রস্তুতি চলছে জোরকদমে। তার আগে বিতর্কের কেন্দ্রে মধ্যশিক্ষা পর্ষদের থেকে প্রকাশিত টেস্ট পেপার। যেখানে রয়েছে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র। এরমধ্যে মালদহের একটি স্কুলের বিরুদ্ধে অভিযোগ, পরীক্ষার্থীদের ভারতীয় মানচিত্রে আজাদ কাশ্মীর চিহ্নিত করতে বলা হয়েছে। মঙ্গলবার সামনে এসেছে ওই প্রশ্নপত্রের ছবি। এই ঘটনায় ইতিমধ্যেই কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্কুল প্রতিমন্ত্রী সুভাষ সরকার। টুইট করে রাজ্যের শিক্ষা দফতরের সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। যদি মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের দাবি, তারা কোনও ভুল করেনি।
পর্ষদের থেকে প্রকাশিত ১৩২ নম্বর পাতায় রয়েছে মালদহের স্কুলের এই প্রশ্ন। এই ঘটনা সামনে আসছে কেন্দ্রীয় স্কুল প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, এই ঘটনার তদন্তের নির্দেশ দিতে হবে। কে বা কারা এর পিছনে রয়েছেন, জানতে হবে। অভিযোগ সত্যি হয়, প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুকে সরব হয়েছে কংগ্রেসও।
তবে যে স্কুলকে ঘিরে এই বিতর্ক, সেই স্কুলের প্রধান শিক্ষকের দাবি, ছেলেদের কাছে ইতিহাস তুলে ধরা হয়েছে। এছাড়া আর কিছু নয়। যে সত্যি ইতিহাসের পাতায় রয়েছে, তাকেই তুলে ধরা হয়েছে। সরকারি বইয়ের নিরিখে প্রশ্ন করা হয়েছে। বই থেকেই প্রশ্ন করা হয়েছে।