নিয়োগ দুর্নীতি মামলায় রোজ উঠে আসছে একের পর এক নাম। দুর্নীতিকাণ্ডে মূল মাথা কে, সেই নিয়ে জোর আলোচনার মাঝেই শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে বিস্ফোরক ইডি’র আইনজীবী। পার্থ চোট্টোপাধ্যায়কে দুর্নীতির শিক্ষক এবং শান্তনুকে ছাত্র বলেই দাবি আইনজীবীর।
শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। সওয়াল জবাব চলাকালীন ইডি’র আইনজীবী বলেন, এক অনন্ত খনির মধ্যে প্রবেশ করা হয়েছে, দুর্নীতির ষড়যন্ত্রের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক। শান্তনু ছাত্র। পার্থ পথ দেখিয়েছেন। বাকিরা অনুসরণ করেছে।”
Moon and Venus: এক ফালি চাঁদের তলায় শুকতারার আশ্রয়, বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী কলকাতা
এদিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আগামী ৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত মঞ্জুর হয়েছে। আদালতে ইডির দাবি, চাকরি বিক্রির আলাদা ব়্যাকেট চালাতেন শান্তনু। কুন্তলকে ছাড়াই টাকার বিনিময়ে বেনিয়ম করে বহু প্রার্থীকে চাকরি দিয়েছেন।