মন্ত্রিসভার রদবদল। পর্যটন দফতর হাতছাড়া হতে চলেছে মন্ত্রী বাবুল সুপ্রিয়ের। আগেই আঁচ পাওয়া গিয়েছিল, এমনটা হতে পারে। বাস্তবেও তাইই হল। প্রশাসনিক সূত্রে খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাবুল। জানান, তিনি পর্যটন দফতরে থাকবেন না। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাতে আপত্তি জানাননি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুল সুপ্রিয় ফেসবুকে দীর্ঘ পোস্ট করেন। তিনি লেখেন, শূকরের সঙ্গে লড়তে যেও না। যুদ্ধে জিতলেও গায়ে পাঁক মাখতে হবে। দ্বিতীয়ত নির্বোধের সঙ্গে তর্ক করো না। সম্প্রতি নবান্নে বাবুল ও ইন্দ্রনীলের সঙ্গে বাদানুবাদ হয়। মন্ত্রিসভার বৈঠকের পর প্রকাশ্যেই ঝামেলায় জড়াতে দেখা যায় দুই মন্ত্রীকে। প্রশাসনিক সূত্রে খবর, পর্যটনে ইন্দ্রনীলের নজরদারিতে কাজ করতে অসুবিধা হচ্ছিল বাবুলের।
আরও পড়ুন:
মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে বাবুল প্রায় সর্বসমক্ষে ইন্দ্রনীলকে বলেন, কেন তিনি সরকারি কাজ আটকে দিচ্ছেন। ইন্দ্রনীল তাঁকে বলেন, বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাতে। সূত্রের খবর, এরপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দফতর ছাড়ার কথা বলেন বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রী না করেননি তাঁকে।