দীর্ঘ লড়াইয়ের পর হাইকোর্টে (Calcutta High Court) নির্দেশেই মন্ত্রী পরেশ কন্যা অঙ্কিতার চাকরি পেয়েছেন ববিতা সরকার (Babita Sarkar) । কিন্তু, এবার তাঁর চাকরির 'বৈধতা' নিয়ে প্রশ্ন উঠছে । এমনকী, সেই চাকরির নতুন দাবিদারও তৈরি হয়েছে । শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় দাবি করছেন, ববিতা সরকারের চাকরি তাঁর প্রাপ্য । প্রয়োজনে বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথাও বলছেন তিনি ।
কিন্তু, কী কারণে এই দাবি করছেন অনামিকা ? অনামিকার অভিযোগ,অ্যাকাডেমিক স্কোরে ভুল তথ্যের জন্যই ববিতা সরকার চাকরি পেয়েছেন । জানা গিয়েছে, ববিতার আবেদনপত্রে লেখা ছিল, তিনি স্নাতক স্তরে ৮০০ এর মধ্যে ৪৪০ পেয়েছেন । অর্থাৎ হিসেব মতো তা প্রায় ৫৫ শতাংশ । এদিকে,সেখানে লেখা তাঁর প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের বেশি । সেই হিসেবেই তাঁকে অ্যাকাডেমিক স্কোর দেওয়া হয় । যদি ৬০ শতাংশের কম নম্বর ধরা হয়, তাহলে অ্যাকাডেমিক স্কোর ২ কমে যাবে ববিতার । তেমন হলে স্বাভাবিকভাবেই, ববিতা মেধাতালিকায় অনেকটা পিছিয়ে যাবেন । সম্প্রতি, ববিতার সেই আবেদনপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । কমিশন সূত্রে বলছে, সব চাকরিপ্রার্থীরই আবেদনের ‘স্ক্রুটিনি’ হয়ে থাকে। যেহেতু ববিতার চাকরি কোর্টের নির্দেশে হয়েছে, তাই আলাদা করে পরে আর তাঁর আবেদনপত্র খতিয়ে দেখা হয়নি ।
আরও পড়ুন, Abhishek Banerjee: এমপি কাপ ফাইনালে মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উদ্বুদ্ধ করলেন দুই দলকেই
ববিতা বলছেন, "প্রথম দিকে আমরা আমাদের প্রাপ্ত নম্বরই জানতাম না । কমিশন দু’নম্বর বেশি দিয়েছে ভুল করে । তারা কীভাবে সংশোধন করবে, তা তারা জানে। আদালত যা রায় দেবে, তা আমি মেনে নেব।"