সাগর সঙ্গমে। প্রতি বছরের মতো এবারেও ভক্ত সমাগমে চলছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Fair 2023)। দক্ষিণ ২৪ পরগনা উপকূলে ‘কপিলমুনির’ আশ্রমকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই লাখ ভক্তের সমাগম হয়েছে। আরও ভক্তরা অপেক্ষা করছেন কলকাতার বাবুঘাটে। বুধবার সকাল থেকেই বাবুঘাটের বিভিন্ন কোণায় ধরা পড়েছে সাধু সমাগম।
Gangasagar Mela 2023: গঙ্গাসাগর মেলার দাপিয়ে বেড়াচ্ছে এক জোড়া বাঘ, তার না আছে দাঁত না আছে নখ
১৫ জানুয়ারি মকর স্নান। তার আগেই সবাই যেতে চান সঙ্গাসাগরে। এবার একটা টিকিটেই যাওয়া যাবে সাগর মেলায়। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগণা জেলার তরফে রাজ্যের এই উদ্যোগ কার্যকর করা হয়েছে। এদিকে ভিন রাজ্য থেকে আসা সাধু সন্ন্যাসীদের জন্য প্রতি বছরের মতো এবছরেও বাবুঘাটে ক্যাম্প তৈরি করেছে কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম।