বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের পর্যটন ও তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Suprio)। সোমবার তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। রবিবার থেকেই অসুস্থতা অনুভব করছেন বাবুল। বুকে ব্যথা সঙ্গে ঘাম, সোমবার সেই অসুস্থতা বাড়তেই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে৷
Kolkata International Book Fair: বাণিজ্য ও ভিড়ে রেকর্ড গড়ল বইমেলা, অপেক্ষা আবার আগামী বছরের
বাবুলের চিকিৎসা চলছে কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও ফিজিশিয়ন সপ্তর্ষি বসুর অধীনে। ইসিজি করা হয়েছে ইতিমধ্যেই। করা হবে আরও পরীক্ষানিরীক্ষা। আপাতত চিকিৎসাধীন তিনি, নেওয়া হচ্ছে বাড়তি যত্নও৷ চিকিৎসকরা মনে করলে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন।