তৃণমূল বিধায়ক (Tmc Mla) বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শপথ (Oath) কবে ? এই প্রশ্নটাই এখন রাজ্য-রাজনীতির কেন্দ্র বিন্দুতে। গত শুক্রবার থেকে রবিবার সন্ধ্যে পর্যন্ত বালিগঞ্জের তৃণমূল বিধায়কের শপথ নেওয়া নিয়ে একাধিকবার চাপান-উতোর চলেছে। শনিবার বাবুলের শপথে সবুজ সংকেত দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। তবে জানিয়ে ছিলেন, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় নন, বাবুলকে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের এই ঘোষণার পর খুশি বাবুল। কিন্তু হতাশ স্পিকারের থেকে শপথবাক্য পাঠ না পড়ার জন্য।
এরমধ্য়েই রবিবার বিধানসভার ডেপুটি স্পিকার (Deputy Speaker) আশিস বন্দ্যোপাধ্যায় (Ashis Banerjee) জানিয়ে দেন, স্পিকারকে টপকে তিনি কোনও বিধায়ককে শপথবাক্য পাঠ করাতে পারবেন না। সরকারি ভাবে এই আমন্ত্রণ তাঁর কাছে এলে তিনি প্রত্যাখ্যান করবেন। রামপুরহাটের বিধায়ক মনে করেন, এই ঘটনা বিধানসভায় স্পিকারকে অবমাননা করা।
এই টালমাটাল অবস্থার মধ্যে রবিবার ফের টুইট রাজ্যপালের। এবারও তাঁর নিশানায় তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ, সাংবিধানিক সিদ্ধান্ত নিয়ে কোনও রকমভাবে প্রশ্ন তোলা যায় না। ফলে, বাবুলের শপথ আপাতত সেই তিমিরে। যেখানে গত দু সপ্তাহ ধরে দাঁড়িয়ে আছে। গত ১৬ এপ্রিল বালিগঞ্জ থেকে উপ-নির্বাচন জিতে বিধায়ক হয়েছেন বাবুল সুপ্রিয়।