বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো চিঠি দিয়ে সতর্ক করেছেন সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে। সংবাদমাধ্যমের সামনে 'সংযত' থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। সেই প্রসঙ্গ টেনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে তীব্র কটাক্ষ করলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। টুইটারে দিলীপকে খোঁচা দিয়ে বাবুল লিখলেন, 'দিলীপ ঘোষ ভার্বাল ডায়ারিয়ার রোগী। তাঁর কোনও লজ্জা নেই, চিকিৎসাও নেই।'
বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাবুলের দাবি, দিলীপকে আন্দামানে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে।
বাবুলের খোঁচা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। বলেছেন, 'ন্যাশনাল লিগ ছেড়ে প্রাইমারি লিগে খেলা কারোর কথায় তিনি পাত্তা দেবেন না, নিজের তৈরি করা রাস্তায় হাঁটবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয় প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, রাজনীতিতে শিল্পীরা তেমন 'ফিট' করেন না। এরপরেই টুইটারে বাবুল লেখেন, ২০২৪ সালে মেদিনীপুরে জিততে পারলে তাঁর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা অর্জন করবেন দিলীপ।