রবিবাসরীয় সকালে জমজমাট প্রচার সারলেন বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল(TMC) প্রার্থী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ৬৪ নং ওয়ার্ডের তৃণমূল কর্মীরা প্রার্থীকে নিয়ে প্রচার(Campaign) সারলেন।
প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথাবার্তার পর পার্কসার্কাস ময়দানে যান বাবুল(Babul Supriyo)। সেখানে কচিকাঁচাদের সাথে ফুটবল(Football), কিক বক্সিংয়ে(Kick Boxing) মাতলেন এই তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন- Women's Police Station: রাজ্যে ২০টি নতুন মহিলা থানা তৈরির সিদ্ধান্ত প্রশাসনের
জয় নিয়ে একশো ভাগ নিশ্চিত বাবুল সুপ্রিয়(Babul Supriyo) জানান, প্রচারে সাধারণ মানুষের থেকে যথেষ্ট সাড়া পাচ্ছেন। তবে রবিবার তিনি একহাত নিলেন বিজেপিকে(BJP)। ভোটের আগে বিজেপি যা খুশি করতে পারে, তবে তাতে তিনি একটুও ভাবিত নন বলেও স্পষ্ট জানান বাবুল সুপ্রিয়(Babul Supriyo)।