বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে জায়গা পেয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি এখন রাজ্যের পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী। মন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি। বাবুল বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সঙ্গে তার দ্বিতীয় ইনিংসটি, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তার প্রথম ইনিংসের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হবে।
বুধবার বাবুল বলেন, ‘গত বছর আগস্টে আমি বিজেপি ছেড়েছিলাম, এবং আজ আমি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছি। একটা বৃত্ত সম্পূর্ণ হল। দিদির মাধ্যমে এই পোয়েটিক জাস্টিস এসেছে। কারণ আমি একটা সময় কার্যত রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, তখন দিদিই আমাকে উৎসাহিত করেন, আমাকে সাহস দেন,এবং বালিগঞ্জ আসনের প্রার্থী হিসাবে মনোনীত করেন। পুরো দল (তৃণমূল কংগ্রেস) আমাকে সমর্থন করেছিল।’’
উল্লেখ্য, গত বছর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রিসভায় রদবদলের সময় বাবুলকে বাদ দেওয়া হয়। তারপরই বাবুল ঘোষণা করেন যে তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। যদিও সেপ্টেম্বর মাসে তৃণমূলে যোগ দেন।
Mamata Banerjee:আজ দিল্লি যাচ্ছেন মমতা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জল্পনা নিয়ে বামেদের কটাক্ষ
বুধবার মন্ত্রী হয়ে বাবুল বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের জন্য আমি কঠোর পরিশ্রম করব। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমার আগের অভিজ্ঞতা থেকে যা কিছু শিখেছি তা সবই দেব এবং আমার দ্বিতীয় ইনিংসকে আরও উজ্জ্বল করে তুলব।’’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার চার মন্ত্রীকে বাদ দিয়ে তাঁর মন্ত্রিসভার বড় রদবদল করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ ৯ জন শপথ নিয়েছেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার সবচেয়ে বড় রদবদল হল বুধবার।