১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জয়ী হন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) । এবার বিধায়ক পদে শপথ (Oath Taking Ceremony) নেওয়ার কথা তাঁর । কিন্তু, বাবুলের এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরেই তৈরি হয়েছে জটিলতা । নেপথ্যে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত । জানা গিয়েছে, বাবুল সুপ্রিয়ের শপথ গ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) । তাঁর শর্ত মানলে তবেই ফাইল সই করবেন বলে জানিয়েছেন তিনি ।
কী শর্ত রেখেছেন রাজ্যপাল ? জানা গিয়েছে, নিয়ম মতো বাবুলের শপথগ্রহণ সংক্রান্ত ফাইলটি রাজভবনে পাঠিয়েছিল পরিষদীয় দফতর । সূত্রের খবর, ফাইলটি প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন তুলে তা পরিষদীয় দফতরের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে রাজভবন । পাশাপাশি, জগদীপ ধনখড় জানিয়েছেন, এতদিন তিনি বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন তুলেছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলে তবেই ফাইলে সই করবেন । রাজ্যপালের এই মনোভাব ভালভাবে নেয়নি নবান্ন ।
আরও পড়ুন, Siliguri Rape case : শিলিগুড়িতে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের সুপ্রিম কোর্টে
বুধবারই বাবুলের শপথগ্রহণের পরিকল্পনা ছিল পরিষদীয় দফতরের । কিন্তু, রাজ্যপালের সবুজ সংকেত না মেলায় আটকে গেল বাবুলের শপথগ্রহণ । যদিও, রাজ্যপাল নিজের আপত্তির কথা জানালেও তাতে আমল দিতে নারাজ পরিষদীয় দফতর ৷ রাজ্যপালের পাঠানো নোটকে উপেক্ষা করেই ফের নতুন করে শপথের দিনক্ষণ দিয়ে রাজ্যপালের কাছে ফাইল পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর ৷
বালিগঞ্জ কেন্দ্রের উপ-নির্বাচনে (By election) ২০ হাজারের বেশি ভোটে জিতেছেন বাবুল সুপ্রিয় । শেষবার এই কেন্দ্র থেকে প্রায় ৭০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় । সেই মার্জিন অবশ্য ছাপিয়ে যেতে পারেননি বাবুল । যা তিনি গণনা শুরুর আগেই স্বীকার করেছিলেন । কিন্তু বালিগঞ্জ তৃণমূলের হাতছাড়া হতে দেননি বাবুল ।