. একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায় মথুরাপুর দু'নম্বর ব্লকের রায়দিঘী বিধানসভার থেকে বেশ খানিকটা ভিতরের অবস্থিত রাধানগর বলে এক এলাকার। কারণ? রাস্তার বেহাল দশা। গাড়ি তো দূরস্ত, ভ্যান সাইকেল চালিয়ে দীর্ঘ ১২ কিমি রাস্তা পেরোতেও কালঘাম ছুটে যায়, এলাকাবাসীর অভিযোগ এমনটাই। বিধায়ক দেবশ্রী রায়, দীর্ঘদিন তিনি এলাকায় আসেন না এমন অভিযোগ তো রয়েইছে।
BJP Ram Mandir : প্রধানমন্ত্রীর নির্দেশ, আপাতত রামলালা দর্শন স্থগিত রাখলেন বাংলার বিজেপি বিধায়করা
এলাকার বহু মানুষের অভিযোগ প্রসূতি মা, অসুস্থ রোগী স্কুলের ছাত্রছাত্রীদের এই রাস্তার কারণে কয়েক কিলোমিটার ঘুরে তাদের যাতায়াত করতে হচ্ছে। ১৫ দিন আগে বৃষ্টি হলেও, সেই জল জমে থাকে বলে অভিযোগ। এর জেরে এলাকার ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীর।