নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। রবিবার সকাল থেকে সুন্দরবন সহ উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এদিকে সমুদ্র উত্তাল থাকায় রবিবারেও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নদীতেও নামতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।
সুন্দরবন এলাকায় দুর্যোগ মোকাবিলার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একাধিক এলাকায় সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলা কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হলে অথবা বিভিন্ন এলাকায় জল ঢুকে গেলে তা সামাল দেওয়ার জন্য একাধিক ফ্ল্যাড সেন্টারের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। ইতিমধ্যে সেখানে বহু মানুষ আশ্রয় নিচ্ছেন বলে জানা গিয়েছে।
সুন্দরবনের নদীবাঁধগুলির উপরেও নজর রাখা হয়েছে বলে জানা গিয়েছে। বড় কোনও বিপদ হলে জেলা প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় তার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরেও উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের আরও সাবধান থাকতে বলা হয়েছে।