শুক্রবার রাত থেকেই উত্তপ্ত ভাঙড়। ISF এবং তৃণমূলের সংঘর্ষের জের এখনও অব্যাহত। এই আবহেই রবিবার তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির কাছ থেকে উদ্ধার হল বস্তাভর্তি তাজা বোমা। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের গাজিপুর এলাকায়। ইতিমধ্যেই তিনজন ISF কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত বোম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়।
এই প্রসঙ্গে আরাবুলের ছেলে হাকিবুল ইসলাম জানান, চক্রান্ত করে চাষের জমিতে বোমা রাখা হয়েছিল। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যদিও ISF কর্মীদের দাবি, ও বোমা তৃণমূলই রেখেছিল।
উল্লেখ্য, শনিবার ভাঙড় কাণ্ডের জের এসে পড়ে কলকাতার ধর্মতলাতেও। শনিবার ধর্মতলা চত্বরে প্রথমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ সমর্থরা। সেই বিক্ষোভ সরাতে পুলিশ প্রথমে তাঁদের বোঝানো শুরু করে। তাতেও চিড়ে না ভিজলে, শুরু হয় ব্যাপক লাঠিচার্জ। অভিযোগ, তাতেই ধর্মতলা চত্বর কিছুক্ষণের মধ্যেই উত্তাল হয়ে ওঠে। পুলিশের দিকে পাল্টা তেড়ে যাওয়ার অভিযোগ আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।