সাইকেলের চাকা ঘোরাতে ঘোরাতেই ঘুরে গেল ভাগ্যের চাকা। মাত্র ৬০ টাকার লটারি কেটে কোটি টাকা জিতলেন উত্তর ২৪ পরগনা বাগদার লক্ষণ ঘোষ। খবর ছড়িয়ে পড়তেই এই সাইকেল সারাইয়ের দোকানদারের বাড়ি ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, স্থানীয় হেলেঞ্চা বাজারে লক্ষণ ঘোষের একটি সাইকেল সারাইয়ের দোকান রয়েছে। স্ত্রী-ছেলে-মেয়েকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। মূলত সাইকেলের দোকানের আয়ের ওপরেই নির্ভরশীল পরিবার। তবে আয় যা হয়, তাতে নুন আনতে পান্তা ফুরোয় দশা। লক্ষণবাবুর কথায়, ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনা ছেড়ে তাঁর সঙ্গেই দোকানে থাকে। মেয়ে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। এমনকি, অর্থের অভাবে সম্পূর্ণ করতে পারেননি পাকা বাড়ি।
আরও পড়ুন- Bogtui Case Update : সাত মাস পর সিবিআই জালে বগটুইয়ের মূল অভিযুক্ত সোনা শেখ
ছোট থেকেই তাঁর লটারির শখ। প্রায় প্রতি মাসেই সময়-সুযোগ পেলে টাকা জমিয়ে কেটে ফেলেন লটারি। কিন্তু আগে কোনওদিন ১০০ টাকা জেতারও সুযোগ হয়নি তাঁর। সেই লক্ষণই এবার একলাফে জিতে গেলেন এক কোটি।