আবার বিতর্কে জড়ালেন বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করে বিতর্কের কেন্দ্রে বিশ্বজিৎ দাস। এর আগে মুখ্যমন্ত্রীকে রানি রাসমণির সঙ্গে তুলনা করেছিলেন এই বিধায়ক। যদিও বিশ্বজিৎ দাসের মন্তব্যকে বিতর্কিত বলে মানতে নারাজ শাসকদল তৃণমূল।
আগামী একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ উপলক্ষ্যে বাগদায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন খোদ বিধায়ক বিশ্বজিৎ দাস। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভামঞ্চ থেকে বিশ্বজিৎবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকলের কথা ভেবে কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প করেছেন। এমন মানুষ দ্বিতীয় পাবেন? ভগিনী নিবেদিতাকে আমরা দেখিনি। শুনেছি মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন উনি। তবে এমন একজন নেত্রীকে দেখছি যিনি সকলের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁর মধ্যে ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই।”
আরও পড়ুন- Kolkata Model Death : শহরে ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু, বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
যদিও তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিশ্বজিৎ দাসের মন্তব্যকে একেবার ভাল চোখে দেখছেন না। তিনি বলেন, “তোষামোদ করতে গিয়ে একথা বলেছেন।” বিশ্বজিৎ দাসকে ‘অপদার্থ’ বলেও কটাক্ষ তাঁর। বিজেপি নেতা রাহুল সিনহাও বাগদার বিধায়ককে তুলোধনা করেছেন। তিনি বলেন, “আদতে এটা পিছনের সারি থেকে সামনে আসার চেষ্টা। মহাপুরুষদের অপমান করা হচ্ছে বারবার। এটা বাংলার সংস্কৃতির পরিপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত যে বা যারা এসব বলছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”