বাগুইআটি-কাণ্ডে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া মৃত পড়ুয়া অতনুর বাবা বিশ্বনাথ দের। তাঁর দাবি, ছেলে নেশা করত, প্রচুর টাকা খরচ করত, এমন কোনও খবর কোনও দিন তাঁদের কাছে ছিল না। ছেলেকে হাতখরচের জন্য বড় অংকের টাকা দেওয়ার মতো সামর্থ্যও তাঁদের নেই, দাবি অতনুর বাবার। এমন কী ছেলের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না বলেও দাবি তাঁর।
ছেলে নেশা করত, এমন কোনও তথ্য তাঁরা তো পুলিশের কাছ থেকে পাননি! তৃণমূল সাংসদ এই সমস্ত তথ্য কার কাছ থেকে পেয়েছেন, তাঁদেরকেও তা জানানো হোক, বললেন বিশ্বনাথ বাবু।
Sampurna Lahiri: তিন বছর পরে ছোটপর্দায় কামব্যাক, নীলের বোন হিসেবে নেগেটিভ রোলে সম্পুর্ণা
তাঁর কথায়, ‘‘উনি (সৌগত) আমাদের দুই ছেলেকে (অতনু এবং অভিষেক সম্পর্কে তুতো ভাই) নিয়ে অনেক কিছু বলেছেন। ছেলে নাকি নেশা করত। উনি কার কাছ থেকে এ সব শুনেছেন, আমাদেরও বলুন। না কি দেখেছেন?’’ বিশ্বনাথ আরও বলেন, ‘‘উনি, ফিরহাদ হাকিম, সুদীপ বসু, অদিতি মুন্সী তো আমাদের বাড়িতে এসেছিলেন। তখন তো এ সব কথা শুনিনি! আমরা দু’জন সন্তানহারা। আমরা রাজনীতির সঙ্গে যুক্ত নই, করতেও চাই না। আমরা শুধু বিচার চাই।’’ তাঁর সংযুক্তি, ‘‘সৌগত প্রবীণ মানুষ। জনপ্রতিনিধি। কী ভাবে দুম করে এমন একটা কথা বলতে পারলেন উনি?’’
বাগুইআটি জোড়া খুনের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা সৌগত রায় । তাঁর কথায়, খুন হওয়া যুবকরা ড্রাগের নেশা করত, N-10 ট্যাবলেট খেত । আর সৌগতের এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । সৌগতকে রাঁচি ঘুরে আসার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা ।
কী বলেছেন সৌগত রায় ?
রবিবার বরানগরে এক অনুষ্ঠানে এসেছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় । সেখানেই প্রকাশ্য মঞ্চে তাঁর বক্তব্যে উঠে আসে বাগুইআটি প্রসঙ্গ । তিনি বলেন, "বাগুইআটিতে যে দুই যুবক মারা গিয়েছে,তারা ড্রাগসের নেশা করত । N-10 ট্যাবলেট খেয়ে নেশা করত । তাছাড়া, বাইক কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা বাচ্চা ছেলে কী করে পায় ? আমি হলে তো দিতে পারতাম না ।"
দিলীপের আক্রমণ
সৌগতকে রায়ের এই মন্তব্যকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "উনি কি মাদক সাপ্লাই করতেন ? বয়স হয়েছে । রাঁচি ঘুরে আসুন কিছুদিন । ওঁর প্রকাশে কথা বলা উচিত নয় । বুদ্ধি ঠিক নেই, মাথার ঠিক নেই । রাঁচি গিয়ে ঘুরে আসা উচিৎ ।