বুধবার বাগুইআটিতে (Baguiati Students Murder) নিহত ছাত্রদের বাড়িতে গেলেন সিপিএম (CPM) নেতৃত্ব । এদিন সন্ধ্যায় প্রথমে অভিষেক নস্করের বাড়িতে যান সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) এবং রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharjee) । তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন । এরপর সেখান থেকে বেরিয়ে অতনু দে-র বাড়িতে যায় বাম প্রতিনিধি দল ।
যদিও জানা গিয়েছে, পরিবার ও পাড়া প্রতিবেশীরা এর মধ্যে কোনও রাজনীতি চাইছেন না । এদিন, বাম প্রতিনিধি দলকেও সেকথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা । উল্লেখ্য, মঙ্গলবার নিহতদের বাড়ি যাওয়ার পথে বাধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন স্থানীয়েরা। সেইসময়ও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁরা এর মধ্যে রাজনীতি চান না ।
আরও পড়ুন, Moloy Ghatak on ED Notice : ইডির থেকে তিনি কোনও নোটিস পাননি, সিবিআই জেরার পর দাবি মলয় ঘটকের
এদিকে, বুধবারই বিকেল নাগাদ বাগুইআটি-কাণ্ডে নিহত অভিষেক ও অতনু দের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার । নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন তাঁরা ।
জোড়া খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছে । পরিবারের তরফে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । দুই ছাত্রের নিখোঁজের বিষয়টি জানানোর পরেও কেন পদক্ষেপ করা হল না পুলিশের তরফে,সেই প্রশ্ন উঠেছে । এই অভিযোগ ওঠার পরেই বুধবার বাগুইআটি থানার আইসিকে সাসপেন্ড করা হয় । তদন্তভার দেওয়া হয় সিআইডিকে ।